১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯

মৌলভীবাজারে ট্রেনের তিন বগি খালে, সাতজনের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউরায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের তিনটি বগি খালে পড়ে গেছে। এর মধ্যে একটি বগি পানিতে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছে দুই শতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাত সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় জনতাও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, কুলাউড়া উপজেলার বরমচাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা-সিলেট মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী ট্রেনটিতে ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রকাশ :জুন ২৪, ২০১৯ ১২:১৭ অপরাহ্ণ