১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

ঝড়ে ভারতের মন্দিরে প্যান্ডেল ভেঙে নিহত ১৪

বিদেশ ডেস্ক

প্রচণ্ড ঝড়ে মন্দিরের প্যান্ডেল ভেঙে ভারতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার রাজস্থানের বারমেড় এলাকার রাণী ভাটিয়ানি মন্দিরে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন। খবরে বলা হয়, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে বারমেড়ের রাণী ভাটিয়ানি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়েছিল। প্রচণ্ড ঝড়বৃষ্টিতে মন্দিরের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজস্তানের জেলা প্রশাসক। আহতদের বালোত্রা এবং জোধপুরে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, রাজস্থানের বারমেড়ে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রকাশ :জুন ২৪, ২০১৯ ৯:৫৫ পূর্বাহ্ণ