১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৫

‘মাতাল সিসি’র বক্তব্য ভাইরাল! সমালোচনার ঝড়

বিদেশ ডেস্ক

কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে‘আফ্রিকা কাপ অব নেশনস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসির বক্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ এ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন আবদেল ফাত্তাহ সিসি।
কিন্তু অন্যান্য দিনের মতো সিসির ওই বক্তব্য স্বাভাবিক স্বরে ছিল না। অদ্ভূত ভঙ্গিতে কয়েকটি শব্দ পৃনরাবৃত্তি হচ্ছিল ওই বক্তব্যে। অনেক শব্দ মুখেই আটকে যাচ্ছিল। এ ব্যাপারে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যেমে বলা হয়, জমজমাট ফুটবল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সিসির বক্তব্য অন্য কোনো অবস্থার ইঙ্গিত করছিল। বিষয়টি সিসির মাতাল অবস্থা বলেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্বাভাবিক ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ভিডিওটি।

প্রকাশ :জুন ২৩, ২০১৯ ১০:০৩ পূর্বাহ্ণ