নিজস্ব প্রতিবেদক:
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রশাসনসহ দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। অথচ দুর্নীতি দমনে উল্লেখযোগ্য কোন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না।
বি. চৌধুরী চলতি অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে এক বিবৃতিতে একথা বলেন।
দুর্নীতির ব্যাপারে সরকারের কোন উচ্চবাচ্য না থাকলেও জনগণের পকেটে হাত দিতে সরকার কালক্ষেপণ করেনি।
দুর্নীতি কমাতে পারলে সরকারকে মধ্যবিত্ত ও গরীব মানুষের পকেটে হাত দিতে হতো না।
জাতীয় বাজেটে ভ্যাট কমানো এবং ন্যূনতম আয়করসীমা বাড়ানোর ওয়াদা ভঙ্গের জন্য অর্থমন্ত্রীকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বি. চৌধুরী।
তিনি আরো বলেন, অনুৎপাদনশীল খাতে সরকারি কর্মচারিদের তোষণ করে ব্যয় বাড়ানো হয়েছে, এর ফলে সরকারের বিরুদ্ধে জনগণের স্বার্থবিরোধী ভূমিকা নেয়ার প্রশ্ন উঠেছে।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, শিক্ষাখাতে শুধু অর্থ বরাদ্দ করলেই শিক্ষার উন্নয়ন হয় না। শিক্ষকদের ন্যূনতম সময়ের মধ্যে উচ্চতর যুগোপযোগী প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন না আনতে পারলে শিক্ষিতের হার বাড়িয়ে আসলে জাতির কোনো লাভ হবে না। যদিও নির্বাচনে জনগণকে ভাওতা দেয়া যাবে।
দৈনিক দেশজনতা /এমএম