১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

জাহাজ থেকে নেমেছে আটকে থাকা ৬৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ ভূমধ্যসাগরে আটকে থাকার পর ৬৪ বাংলাদেশিকে জাহাজ থেকে তীরে নামার অনুমতি দিয়েছে তিউনিসিয়া। বুধবার আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।
গত মাসে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে একটি মিশরীয় জাহাজ ৭৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, নয় জন মিশরীয়, একজন মরক্কোর এবং এক জন সুদানীয়। সাগর উপকূলের তিউনিসিয়ার শহর মেদিনিনের কর্তৃপক্ষ জাহাজটিকে তীরে ভীড়তে দেয় নি । এটিকে উপকূলীয় শহর জারজিস থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে নোঙ্গর করে রাখতে বাধ্য করা হয়। কর্তৃপক্ষের দাবি, শহরের শরণার্থী শিবিরে এমনিতেই ধারণক্ষমতার অতিরিক্ত শরণার্থী রয়েছে। নতুন করে সেখানে শরণার্থী নেওয়া সম্ভব নয়। এছাড়া জাহাজে থাকা অভিবাসন প্রত্যাশীরা তাদেরকে ইউরোপ পাঠিয়ে দেওয়ার কিংবা তিউনিসিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছিল। কর্তৃপক্ষ এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা জাহাজ থেকে নামতে এবং চিকিৎসা গ্রহণে অস্বীকৃতি  জানায়। পরে অবশ্য অভিবাসন প্রত্যাশীরা নিজেদের দাবি থেকে সরে আসে এবং দেশে ফেরার সুযোগ দিতে অনুরোধ জানায়।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম রয়টার্সকে বলেছেন, ‘সাগরে তিন সপ্তাহে জটিল পরিস্থিতিতে আটকে থাকার পর তিউনিসিয়া কর্তৃপক্ষ জাহাজটিকে বন্দরে নোঙ্গরের অনুমতি দিয়েছে এবং অভিবাসন প্রত্যাশীরা আগামী দিনগুলোতে তাদের দেশে ফিরে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেছে।’
রেড ক্রিসেন্ট জানিয়েছে, সব অভিবাসন প্রত্যাশীকে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো হবে। এদের মধ্যে কেবল সুদানের অভিবাসন প্রত্যাশী আশ্রয়ের আবেদন করায় তাকে ফেরত পাঠানো হচ্ছে না।

প্রকাশ :জুন ২০, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ