১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

খেলা ডেস্ক

ম্যাচের দৃশ্যপট প্রতিনিয়তই বদলেছে। কখনও দক্ষিণ আফ্রিকার দিকে ম্যাচ হেলে পড়েছে, কখনও নিউজিল্যান্ডের দিকে। কিন্তু শেষ পর্যন্ত উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরি ও গ্রান্ডহোমের অর্ধশতকে ভর করে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২৪১/৬ (৪৯ ওভার) (ডি কক ৫, আমলা ৫৫, প্লেসিস ২৩, মারক্রাম ৩৮, ডুসেন ৬৭*, মিলার ৩৬, ফেলকায়ো ০, মরিস ৬*; হেনরি ৩৪/০, বোল্ট ৬৩/১, ফার্গুসন ৫৯/৩, গ্রান্ডহোম ৩৩/১, স্যান্টনার ৪৫/১)

নিউজিল্যান্ড: ২৪২/৬ (৪৮.৩ ওভার) (গাপটিল ৩৫, মুনরো ৯, উইলিয়ামসন ১০৩*, টেইলর ১, লাথাম ১, নিসাম ২৩, গ্রান্ডহোম ৬০, স্যান্টনার ২*; রাবাদা ৪২/১, এনগিডি ৪৭/১, মরিস ৪৯/৩, ফেলকায়ো ৬২/১, তাহির ৩৩/০)

ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কেন উইলিয়ামসন

প্রকাশ :জুন ২০, ২০১৯ ১০:০৬ পূর্বাহ্ণ