খেলা ডেস্ক
দু’বার অফসাইড এবং একবার ফাউলের জন্য তিন তিনবার বল জালে পাঠিয়েও এদিন গোল পায়নি ব্রাজিল। ম্যাচের পরিসংখ্যান বলছে বল দখলের লড়াইয়ে ব্রাজিল ৬৯ শতাংশ এবং ভেনেজুয়েলা ৩১ শতাংশ। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলে কী হবে, বুধবার গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলকে। ঘরের মাঠে ভেনিজুয়েলার দুর্দান্ত ডিফেন্সের কাছে আটকে গেল আর্থার, কুতিনহোরা।
ভেনিজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে স্বভাবতই হতাশ ব্রাজিল শিবির। ম্যাচের শুরুর থেকেই গোল পাওয়ার লড়াইয়ে একের পর এক আক্রমণ করেও কোনও লাভ হয়নি। ভেনেজুয়েলার রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও বিরতির আগে গোলরক্ষককে তেমন কোনও পরীক্ষায় ফেলতে পারেনি তিতের দল।
ব্রাজিল এদিন গোলে মোট শট নিয়েছে ১৯টি। ভেনেজুয়েলা সেখানে মাত্র ৬টি। ৯টি কর্নার পেলেও তাতে কোনও লাভ হয়নি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে লিগ পয়েন্টের শীর্ষে ব্রাজিল।
বলিভিয়াকে উদ্বোধনী ম্যাচে নেইমারহীন ব্রাজিল ৩-০ গোলে হারালেও এদিন ভেনিজুয়েলার বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারল না তারা। অপর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে এখন ব্রাজিলের সঙ্গে পয়েন্ট সমান পেরুর। আগামী শনিবার পেরুর বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল।