১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:১১

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার

মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে তার জামিনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৮ জুন) আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১৭ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

প্রকাশ :জুন ১৭, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ