১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

কারাগারে খাবার তালিকায় পরিবর্তন

দেশজনতা অনলাইন : কারাগারে বন্দিদের সকালের নাস্তার তালিকায় পরিবর্তন এনেছে কারা কর্তৃপক্ষ।
এখন থেকে সপ্তাহে দুদিন নাস্তায় থাকছে ভুনাখিচুড়ি। আগে বন্দিদের নাস্তা করতে হতো রুটি-গুড় দিয়ে।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম  এ তথ্য জানান। তিনি বলেন, ভুনাখিচুড়ি ছাড়াও থাকছে সবজিসহ অন্যান্য খাবার। যা সকালের নাস্তায় দেওয়া হবে।
সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একজন বন্দি পেতেন ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।  একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেতেন ৮৭.৬৮ গ্রাম আটা।
কারা সূত্র আরো জানায়, নতুন খাদ্য তালিকায় একই খাবার পাবেন একজন কয়েদি ও হাজতি। তারা সপ্তাহে ২ দিন পাবে ভুনাখিচুড়ি, ৪ দিন সবজি ও রুটি এবং বাকি ১ দিন হালুয়া ও রুটি। রোববার থেকে এ ব্যবস্থা চালু হয়েছে।
আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মধ্যে খিচুড়ি বিতরণের মাধ্যমে এর সূচনা করেন।

প্রকাশ :জুন ১৬, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ