১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

হাসপাতালে ফারুক, দেখতে গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বমিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ফারুকের চিকিৎসা ও শারীরিক খোঁজ-খবর নিতে সেখানে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, জয়নুল আবদীন ফারুকের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তাকে দেখতে যান এবং তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

ফারুকের অসুস্থতা সম্পর্কে তার মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা বলেন, ভোর থেকে বাবা বারবার বমি করা শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি একটু ভালো আছেন।

প্রকাশ :জুন ১৪, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ