১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫২

নাটোরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অনলাইন

নাটোরের লালপুরের গোপালপুরে দুর্বৃত্তের গুলিতে অলোক বাগচি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত অলোক বাগচি উপজেলার গোপালপুরের ঠাকুর বাড়ী এলাকার মৃত সুনিল বাগচির ছেলে। বুধবার বেলা তিনটার দিকে উপজেলার বিজয়পুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোয়ার হোসেন ও নিহতের স্বজনরা জানান, অলোক বাগচি এলাকায় বিভিন্ন পুরাতন সিএনজি, অটো রিক্সা ও পাওয়ার ট্রলির মত যানবাহন কেনা বেচার ব্যবসা করতেন। বুধবার দুপুর আড়াইটার দিকে দুইজন লোক তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।

এরপর সাড়ে তিনটার দিকে এলাকার একজন ভ্যান চালক বিজয়পুর রাস্তার পাশ দিয়ে অলোক বাগচিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অলোক বাগচিকে মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রকাশ :জুন ১৩, ২০১৯ ১১:১২ পূর্বাহ্ণ