১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

রিজভীকে দেখতে দলীয় কার্যালয়ে ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভী কয়েক দিন থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রিজভীকে দেখতে যান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

রিজভী তিন দিন যাবৎ অসুস্থ বলে জানান শায়রুল। তিনি বলেন, তাঁর বমি হয়েছিল। এরপর দুর্বল হয়ে পড়ায় তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে।এক বছরের বেশি সময় ধরে রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়েই অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা ওই কার্যালয়ে তালা দিয়ে দেন। তাঁরা বিদ্যুতের মূল সুইচও বন্ধ করে দেন।

প্রকাশ :জুন ১৩, ২০১৯ ১১:০৭ পূর্বাহ্ণ