১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৪

দীপিকা-অনুষ্কার পথ অনুসরণ করছেন ক্যাটরিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

দীপিকা-অনুষ্কার পথ অনুসরণ করছেন ক্যাটরিনা। এবার নিজের প্রোডাকশন হাউস খুলছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্যাট। তিনি বলেন, আমার ব্যানারের ছবিগুলি হয়তো স্বল্প-দৈর্ঘ্যের এবং একটু অন্যরকম হবে কিন্তু ছবিগুলি সবার সঙ্গে দেখা সম্ভব। এমনকি, নিজের প্রোডাকশনেও অভিনয় করার কথাও ভাবছেন বলে জানান। এদিকে সালমন-ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ মুক্তি পেয়েছে ইদের দিন। আর মুক্তির দিনই রেকর্ড ব্যবসা করেছে ছবিটি। ‘জিরো’ থেকে ‘ভারত’ সব ছবিতেই ক্যাটরিনার অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। এদিকে এই মাসের শেষেই ‘সূর্যবংশী’ ছবির শুটিং শুরু করবেন ক্যাটরিনা।

তার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। এটি পরিচালনা করছেন রোহিত শেট্টি। অজয় দেবগণের ‘সিংহাম’ এবং রণবীর সিং-এর ‘সিম্বা’ সিরিজের তৃতীয় ছবি এটি।

প্রকাশ :জুন ১২, ২০১৯ ১০:২০ পূর্বাহ্ণ