অনলাইন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমতি মিল ফটকের কালভার্টের সামনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজীব বাপ্পী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজীবের বাড়ি সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত রাজীব মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযানে নামে। এ সময় পুলিশের দলটি বিজয়পুর ইউনিয়নের হোসনেপুর-লালমতি সড়কের কাছে গেলে মাদকব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজীব বাপ্পী। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে এক হাজার ২০০ ইয়াবা বড়ি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।