১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫০ সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এমপিকে আজ জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। উল্লেখ্য, রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রকাশ :জুন ৯, ২০১৯ ১:১২ অপরাহ্ণ