অনলাইন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই আমানত শাহ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে ফেরিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফেরির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া প্রান্তে পাঁচ নম্বর ফেরিঘাটে একটি ফেরি আনলোড করার সময় সাইলেন্সার দিয়ে আগুন বের হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাময়িকভাবে ফেরিটি বন্ধ রাখা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরিতে আগুন ধরে যাওয়ার দৃশ্য রাতেই ছড়িয়ে (ভাইরাল) পড়ে। অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট ও শেয়ার করেন। এসময় ফেরিতে থাকা সাধারণ যাত্রীদের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায়।