১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

নোয়াখালীতে মার্কেটে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাঁই

অনলাইন

নোয়াখালী জেলা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় স্থানীয় ৪/৫ জন আহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে চৌমুহনী রেলস্টেশন সড়কের পশ্চিমপাশের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ঘটনাস্থল থেকে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন পুড়ে যাওয়া দোকানগুলো মধ্যে ক্রোকারিজ, প্লাস্টিক, লাইব্রেরী, কসমেটিকস, গার্মেন্টস সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পাশেই ইসলামি ব্যাংকের শাখা থাকলেও অল্পের জন্য তা রক্ষা পেয়েছে।

প্রকাশ :জুন ৭, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ