দেশজনতা অনলাইন : কক্সবাজারের ৭৪ মাদক ব্যবসায়ীর সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এই মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ অনুসন্ধান করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ও তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে সোমবার দুদক এ সিদ্ধান্ত নেয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিন শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ফাইল অনুযায়ী এসব অভিযোগ অনুসন্ধানে ঢাকায় ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলোতে বিশেষ টিম গঠন করে দেওয়া হয়েছে। যাদের তদারকির দায়িত্ব পালন করছেন দুদকের অন্তত ১০ পরিচালক। জেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগ। মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তালিকায় থাকা রাজধানীর রূপনগরের ৭ নম্বর ঝিলপাড়া বস্তির (চলন্তিকা বস্তি) নজরুল ইসলাম এরই মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও দুদক আইন-২০০৪ এর ২৭ ধারা অনুযায়ী শুধু জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পত্তির অধিকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কমিশন। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।