২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩১

মিয়ানমারে মুসলিমবিদ্বেষী বৌদ্ধ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিদেশ ডেস্ক

মিয়ানমারের কট্টর মুসলিম-বিদ্বেষী বৌদ্ধ ধর্মীয় নেতা অশ্বিন উইরাথুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এতে পুরো দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (৩০ মে) রাজধানী নেইপিদোসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বৌদ্ধ ধর্মের নেতাসহ অংশ নেন সাধারণ নাগরিকরাও। এসময় উইরাথুকে মামলা থেকে নিষ্কৃতি দেয়ার দাবি জানানো হয়।

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইয়াঙ্গুনের একটি আদালত বিতর্কিত ধর্মীয় নেতা অশ্বিন উইরাথুকে গ্রেফতারের আদেশ দেন। দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে। দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার ছড়িয়ে আসছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মীয় ভাষণে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য রাখতেন। এ ঘটনায় উইরাথুকে নিষিদ্ধ করেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।

প্রকাশ :মে ৩১, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ