১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

শপথ নিলেন মোদি, মন্ত্রিসভায় জায়গা হলো যাদের

বিদেশ ডেস্ক

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ ঘিরে রাইসিনা হিলসে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে নতুন মন্ত্রিসভায় বিজেপির সভাপতি অমিত শাহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পুরাতন কেবিনেট সদস্য নির্মলা সিতারামন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া এলপিজে প্রধান রাম ভিলাস পাসোয়ান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্য যারা কেন্দীয় হিসেবে শপথ নিয়েছেন- স্মৃতি ইরানি, রাজনাথ সিং, অর্জুন মুন্ডা, রমেশ পোখরিয়াল, এস জয়শঙ্কর, টি গহলৌত, হরসিমরত কউর বাদল, রবিশঙ্কর প্রসাদ, সিংহ তোমার, সদানন্দ গৌড়া, নিতিন গড়করি।

প্রকাশ :মে ৩১, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ