দেশজনতা অনলাইন : ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিত ১৯ জনকে শনাক্ত করে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করা হয়নি।
বুধবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা এ মূহুর্তে তালিকা প্রকাশ করতে চাচ্ছি না। কারণ তারা সামাজিকভাবে হেয় হতে পারে। আমরা ব্যক্তিগতভাবে তাদের চিঠি দিয়ে দেব। এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অভিযুক্তরা তাদের স্বপক্ষে যুক্তি দেখালে সেটি বিবেচনা করা হবে।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

