১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

চট্টগ্রামে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

অনলাইন

চট্টগ্রাম নগরের কর্নেলহাটে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম মো. আলাউদ্দিন (৩২)। সে সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। নায়েক মোহাম্মদ আমির জানান, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশ :মে ২৯, ২০১৯ ১০:২৮ পূর্বাহ্ণ