১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

শার্শায় দুই সন্তানসহ মায়ের ‘আত্মহত্যা’

যশোর প্রতিবেদক : যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়িয়া গ্রাম থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে দুই সন্তান নিয়ে মা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান সেন (৫)।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারটিতে গণ্ডগোল লেগেই থাকত। ঈদুল ফিতরে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটাসহ সাংসারিক নানা অভাব অনটন নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে শাশুড়ি মরিয়ম বেগম ওরফে জামিলা হামিদাকে মারধর করেন। সেই ক্ষোভ থেকেই দুই সন্তানকে নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে সংস্থাটি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহিমের বাবা আরাফাত হোসেন, মা মরিয়ম বেগম ও প্রতিবেশী ছিদ্দিক হোসেনকে আটক করেছে পুলিশ।

প্রকাশ :মে ২৭, ২০১৯ ১:২১ অপরাহ্ণ