১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

 চট্টগ্রাম প্রতিনিধি  : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
শনিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. রাকিব হোসেন (১৯), তারেক হোসেন (১৯) এবং মো. রিফাত (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
মিরসরাই থানার এসআই দিনেশ দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে হাসপাতালে নিলে সেখানে মারা যান।

প্রকাশ :মে ২৬, ২০১৯ ১২:১৭ অপরাহ্ণ