নিজস্ব প্রতিবেদক:
জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে বেশ কিছুদিন আগে আজারবাইজানের এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে অপহরণ করা হয়। এই ঘটনায় নিন্দা জানিয়ে জর্জিয়ার সাংবাদিকরা তাদের মাথায় ব্যাগ পরে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আজারবাইজানের সাংবাদিক আফকান মাক্সটারলি অনেকদিন ধরেই জর্জিয়ায় নির্বাসিত জীবন-যাপন করছিলেন। কয়েক সপ্তাহ আগে তিনি রাজধানী তিবলিসি থেকে নিখোঁজ হন। এরপর তাকে আজারবাইজানের এক আদালতে হাজির করা হয়। আফকানের বিরুদ্ধে বেআইনিভাবে সীমান্ত অতিক্রম এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
যদিও জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওই সাংবাদিককে আজারবাইজানে পাঠানোর ক্ষেত্রে তার সরকারের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। কিন্তু সাংবাদিক আফকানের স্ত্রী এবং জর্জিয়ার বিরোধী দলগুলো সরকারের এই বক্তব্যে বিশ্বাস করে না। আফকানের মুক্তির দাবিতে জর্জিয়ার সাংবাদিকরা এক অভিনব প্রতিবাদের আয়োজনও করেন।
প্রতিবাদের অংশ হিসেবে দেশটির বেশ কয়েকজন নামকরা টিভি সাংবাদিক তাদের অনুষ্ঠান উপস্থাপনার সময় মাথা ব্যাগ দিয়ে ঢেকে রাখেন। এমনকি পার্লামেন্ট অধিবেশন কাভার করতে যাওয়া সাংবাদিকরাও তাদের মাথা ব্যাগ দিয়ে ঢেকে রাখেন।
দৈনিক দেশজনতা/ এমএইচ