অনলাইন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই গ্রামে বজ্রপাতে চার ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
শনিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার রামাইল ও ওলিদহ গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বড়পাঙ্গাশী ইউপি চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে ৭-৮ জন শ্রমিক ওই গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের খোলায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে একই সময় উপজেলার সলঙ্গা ইউনিয়নে ওলিদহ গ্রামে বজ্রপাতে আরও দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা ইউএনও আরিফুজ্জামান জানান, বজ্রপাতে দুই গ্রামের নিহতদের খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।