১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৬

প্রশ্নপত্র ফাঁস চক্রের ২৯ সদস্য আটক

অনলাইন

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা কলরোয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁস চক্রের এই সদস্যদের আটক করা হয়। তাদের মধ্যে জনতা ব্যাংকের কর্মকর্তা আফতাব হোসেন, দুই শিক্ষক ও ১৫ জন পরীক্ষার্থী রয়েছেন। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

প্রকাশ :মে ২৪, ২০১৯ ১১:৩২ পূর্বাহ্ণ