১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

বিয়ের দিন ঠিক হলে জানাব: অর্জুন

বিনোদন ডেস্ক: অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় রয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। মালাইকা আরোরার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। গুঞ্জন উঠেছিল, চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা-অর্জুন। কিন্তু তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল।
এবার বিয়ে প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অর্জুন কাপুর বলেন, ‘কোনো দিন কাউকে দেখেছেন, টাক মাথায় বিয়ের পিঁড়িতে বসতে? মাথায় চুলটা ফিরে আসুক, তার পরে। জীবনে কোনো কিছু লুকাইনি। বিয়ের দিন ঠিক হলে নিশ্চয়ই জানাব। ব্যক্তিগত জীবনে আমি খুব খুশি। মিডিয়াকে লুকিয়ে বিয়ে করব না।’
অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় গত বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময়। ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। তারপর থেকেই নিয়মিত আলোচনায় তারা। মালাইকার জন্মদিনে মিলানে হাজির হন অর্জুন। এরপর মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়। এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। এছাড়া সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি কোনো কথা বলেননি এ জুটি।
সম্প্রতি ‘কফি উইথ করন’ টক শোয়ের সেরা এন্টারটেইনার নির্বাচনের জন্য কিরণ খের, মালাইকা আরোরা, বীর দাশ ও কমেডিয়ান মল্লিকা দুয়াকে একটি পর্বে আমন্ত্রণ জানিয়েছিলেন করন জোহর। এ পর্বের একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রোমোতে দেখা যায়— করন জোহর জুরিদের কাছে এ সিজনের সেরা পারফর্মারের (পুরুষ) নাম জানতে চাইছেন। জবাবে কিরন খের অর্জুন কাপুরের নাম বলেন। তখন পাশ থেকে মালাইকা বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি, সেটা এভাবে হোক অথবা অন্যভাবে।’
অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নমস্তে ইংল্যান্ড’। সিনেমাটি বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছিল। এ প্রসঙ্গে অর্জুন কাপুর বলেন, “ব্যর্থতা নিয়ে মাথা ঘামাই না, সাফল্য মাথায় চড়তে দিই না। বিরাট কোহলি কি প্রত্যেক বলে ছক্কা মারতে পারেন? আমার ক্যারিয়ারে ‘টু স্টেটস’, ‘মুবারাকা’-এর মতো হিট সিনেমাও রয়েছে। একটা শুক্রবার খারাপ গেলে অন্য কোনো শুক্রবার হয়তো আমার ভাগ্য বদলে দেবে। ব্যক্তিগত জীবনে অনেক চড়াই-উৎরাই দেখেছি। কাজেই ব্যর্থতা আমাকে নাড়া দেয় না।’’

প্রকাশ :মে ২১, ২০১৯ ১২:৫৮ অপরাহ্ণ