১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৯

খাগড়াছড়িতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

অনলাইন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে মো. রফিক (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় রফিক উপজেলার তিনটহরী ইউনিয়নের বাড়িতে ছিলেন। সোমবার রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে দুর্বৃত্তরা রফিককে গলা কেটে হত্যা করে চলে যায়। পরে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মানিকছড়ি থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

প্রকাশ :মে ২১, ২০১৯ ১১:৪৯ পূর্বাহ্ণ