১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

তৃতীয়বার বিয়ে করছেন স্কারলেট

বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অ্যাভেঞ্জার্স খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন। সম্প্রতি উপস্থাপক কলিন জোস্টের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে এখনো বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি। একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
দুই বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কারলেট ও কলিন। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার প্রিমিয়ার শোতে সর্বশেষ দুজনকে একসঙ্গে রেড কার্পেটে হাটতে দেখা যায়।
কলিনের প্রথম বিয়ে হলেও স্কারলেটের এটি তৃতীয় বিয়ে। ২০০৮ সালে অভিনেতা রায়ান রেনল্ডসকে বিয়ে করেছিলেন স্কারলেট জোহানসন। ২০১১ সাল পর্যন্ত টিকেছিল তাদের সংসার। স্কারলেটের সংসার ভাঙনের বিষয়ে এ জুটি বা তাদের মুখপাত্র কেউ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
২০১২ সালে প্রথম পরিচয় হয় স্কারলেট জোহানসন এবং রোমেইন ডুরিয়াকের। কিন্তু ২০১৩ সালে বাগদানের আগে পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেননি তারা। এরপর এ দম্পতির কন্যা সন্তান রোজ ডোরথি ডুরিয়াকের জন্মের পর ২০১৪ সালে বিয়ে করেন এ জুটি। বিয়ের দুই বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এ দম্পতি।

প্রকাশ :মে ২০, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ