১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

তারাবি শেষে ফেরার পথে লাইব্রেরিয়ানের বুকে ছুরিকাঘাত

অনলাইন

পাবনার চাটমোহর উপজেলায় তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আবু হানিফ (৪৮) নামে এক ব্যক্তিকে জখম করা হয়েছে।
শনিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চূর্ণকারপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে এবং হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি হরিপুর মৃধাপাড়া গ্রামের খুজি প্রামাণিকের ছেলে।

আহত ওই ব্যক্তির বরাত দিয়ে স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হরিপুর বাজার মসজিদে তারাবি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আবু হানিফ। বাড়ির গেটে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত এক ব্যক্তি আবু হানিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি বুকের ডান দিকে আঘাত পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রুহুল কুদ্দুস ডলার বলেন, আবু হানিফ নামের ওই ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশ :মে ১৯, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ