নিজস্ব প্রতিবেদক
কৃষকের ধানের দাম না পাওয়া অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটর সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, চাল আমদানির মাধ্যমে কিছু লোককে বিদেশে অর্থ পাচারের সুযোগ দেয়া হয়েছে।
খন্দকার মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে, দুর্নীতি নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্রও নাই, ধর্মকর্মের স্বাধীনতাও নাই। তিনি দাবি করেন, সরকারের দুঃশাসনের কারণে বিএনপি জনগণের কাছে আরও জনপ্রিয় হচ্ছে। এসময়, সেখান উপস্থিত নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল হবে না।