১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

পাকিস্তানের আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ

বিদেশ ডেস্ক

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশে যে নিষেধাজ্ঞা আছে, আগামী ৩০ মে পর্যন্ত তা না ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় থাকা পাকিস্তান বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর পাকিস্তান তাদের আকাশসীমা সবার জন্য বন্ধ করে দিয়েছিল। এক মাস পর, ২৭ মার্চ থেকে অন্য সব বিমানের জন্য ইসলামাদ আকাশসীমা খুলে দিলেও নয়াদিল্লি, ব্যাংকক ও কুয়ালালামপুরের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘ভারতীয় বিমানের জন্য আকাশসীমা খুলে দেয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য বুধবার প্রতিরক্ষা ও বিমান চলাচল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে ৩০ মে পর্যন্ত পাকিস্তানি আকাশসীমায় ভারতের বিমানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।’

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবারের বৈঠকের সিদ্ধান্ত বৈমানিকদেরও জানিয়েছে, বলেছেন তিনি। এ বিষয়ে বিমানচালকদের অবহিত করতে কর্তৃপক্ষ একটি নির্দেশনাও জারি করেছে। কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের সরকার ৩০ মের পর ভারতীয় বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে। এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটি বজায় থাকবে। নির্বাচন শেষে একটি নতুন সরকার না আসা পর্যন্ত আমি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখছি না। যে কারণে একে অপরের আকাশসীমায় দেয়া নিষেধাজ্ঞা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বহালই থাকবে।’

প্রকাশ :মে ১৭, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ