১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

জম্মু-কাশ্মীরে অভিযানের সময় ভারতীয় সেনাসহ নিহত ৪

বিদেশ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের সময় এক সেনাসহ তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক বেসামরিকসহ আরও দুই সেনা আহত হয়েছেন।
পুলওয়ামার ওই এলাকাটিতে ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সেনারা অভিযান চালায়। এসময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

প্রকাশ :মে ১৬, ২০১৯ ১:৫৭ অপরাহ্ণ