১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

মনের মানুষ খুঁজতে তুরস্ক যাচ্ছেন শাকিব!

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৩ সালে মনের মানুষ না পাওয়ার বেদনা চলতি বছরেও বয়ে বেড়াচ্ছেন! এবার মনের মানুষ খুঁজতে তুরস্কে যাচ্ছেন এই অভিনেতা। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, সিনেমার গল্পের প্রয়োজনে এমনটা দেখা যাবে।

২০১৩ সালে শাকিব খানকে নিয়ে ‘মনের মত মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। তখন সিনেমাটি শুটিংয়ের মুখ দেখেনি। অবশেষে গল্পে কিছুটা পরিবর্তন করে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক।

সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। তিনি রাইজিংবিডিকে জানান, আগামীকাল মঙ্গলবার সকালে সিনেমাটির দুটি গানের শুটিং করতে তুরস্কে যাবেন শাকিব খান। তবে এই সিনেমার আগে ‘পাসওর্য়াড’ সিনেমার তিনটি গানের শুটিংয়ে অংশ নিবেন তিনি।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং করা হয়। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ। এই গান দুটির দৃশ্যধারণ তুরস্কে হবে বলে জানান নির্মাতা জাকির হোসেন রাজু।

প্রায় ৬ বছর পর নতুন করে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন জাকির হোসেন রাজু। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।

প্রকাশ :মে ১৩, ২০১৯ ৪:০৫ অপরাহ্ণ