১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

‘ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩০ থেকে ৩৫ বাংলাদেশি মারা গেছেন’

দেশজনতা অনলাইন :  লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে সরকারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে নৌকাডুবির ঘটনায় ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটে।  বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে বলা হচ্ছে- ‘এতে প্রায় ৩৭ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নৌকাটিতে প্রায় ৭৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৫১ জনই বাংলাদেশি।’
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শনিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো বার্তায় জানা যায়, ওই নৌকায় ৫১ জন বাংলাদেশি ছিলেন। তবে ওই নৌকাডুবির ঘটনায় কতজন বাংলাদেশি নিহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাইনি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে- উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে সবাই বাংলাদেশি। যাদের এখনো পাওয়া যায়নি, তাদের মধ্যে কতজন বাংলাদেশি, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।’
তবে মন্ত্রী বলেন, ‘যেহেতু ৩৭ জনকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনা জানার পর রোববার সেখানকার দূতাবাস থেকে এক কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া উদ্ধারকৃতদের দেশে ফিরিয়ে আনারও চেষ্টা হচ্ছে।’

প্রকাশ :মে ১৩, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ