৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৪

দুই মাসে ৯০৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

বিদেশ ডেস্ক

ইসরাইলের সেনাসদস্যরা গত মার্চ ও এপ্রিল মাসে ৯০৫ জন ফিলিস্তিনিকে আটক করেছেন। এদের মধ্যে ১৩৩ শিশু ও ২৩ নারী রয়েছেন বলে এক রিপোর্টের পরিসংখ্যানে বলা হয়েছে। একটি যৌথ পরিসংখ্যান প্রতিবেদনের মাধ্যমে বন্দি ও প্রাক্তন বন্দিদের একটি কমিশন, ফিলিস্তিনি কারাগার সোসাইটি এবং প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক এটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল তাদের কারাগারে ২৫০ শিশু এবং নাবালকদের বন্দী করেছে এবং এটা অব্যাহত রয়েছে। এছাড়া তাদের কারাগারে ৪৫ জন নারীকে বন্দী করা হয়েছে যার মাধ্যমে বন্দীদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে প্রায় ৫০০ ফিলিস্তিনি নাগরিকরা ইসরাইলি নীতির অধীনে প্রশাসনিক বন্দি হিসেবে রয়েছেন।

যার মধ্যে সন্দেহভাজনদের কোনো ধরনের অপরাধ প্রমাণিত ছাড়াই ছয় মাস বন্দি রাখা যেতে পারে। ১৯২৩ থেকে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিনে ব্রিটিশ আমলে জারিকৃত আদেশবলে প্রথম নীতিটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

প্রকাশ :মে ১৩, ২০১৯ ১১:৩৭ পূর্বাহ্ণ