বিদেশ ডেস্ক
তিউনিশিয়ায় অভিবাসীবোঝাই নৌকা ডুবে ৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটে বলে দাবি করেছেন তাদের স্বজনরা।
ই্উরোপে পাড়ি জমাতে গিয়ে সলিল সমাধি হলো এই ৬৫ জনের।
উদ্ধার হওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন বিভিন্ন দেশের প্রায় একশ জন। তিউনিশিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এতে মাঝ সমুদ্রে ডুবে যায় সেটি। তিউনিশিয়ার নৌ বাহিনী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করে। যাদের মধ্যে ১৪ জনই বাংলাদেশি। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। নৌকাটিতে বাংলাদেশি ছাড়াও মিশর, মরোক্কো ও আফ্রিকান নাগরিকরাও ছিলেন।