১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত

অনলাইন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা সালমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া (৪০) নামে একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুদু মিয়াকে চিকিৎসার জন্য ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শিবগঞ্জ বাজারের মজিবরের মেয়ে সালমার সঙ্গে সালামের প্রেমের সম্পর্ক ছিল। সালামের সাথে সম্পর্ক ছিন্ন করে দুদু মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সালমা। ঘটনার রাতে দুদু ও সালমা শিবগঞ্জ যাওয়ার পথিমধ্যে সালাম তাদের উপর হামলা করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সামলার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুদু আহত হয়। ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রেম ঘটিত কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি সালামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশ :মে ১১, ২০১৯ ৯:৫৮ পূর্বাহ্ণ