নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছিল বিএনপি। এরমধ্যে বগুরা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকীরা শপথ নিয়েছেন। বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির ভাগের একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এখন প্রশ্ন উঠেছে কে হচ্ছে বিএনপির নারী এমপি।
বিভিন্ন মহল থেকে সংরক্ষিত একটি আসনের প্রার্থী নিয়ে অনেক কৌতুহল থাকলেও বিএনপি নেতারা এই ব্যাপারে কোন কথা বলছেন না। তাই শেষ পর্যন্ত কে হচ্ছেন বিএনপি প্রার্থী তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২০ মে পর্যন্ত।
একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।
এতদিন নির্বাচিতরা শপথ না নেয়ায় বিএনপির জন্য নির্ধারিত একটি নারী আসন স্থগিত ছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।
সাধারণত দলগুলো একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নারী প্রার্থীদের।
ইসি সচিব জানিয়েছেন, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। এজন্য আগামী সাত দিনের মধ্যে দলটিকে নাম জানাতে হবে। প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে গেজেট প্রকাশ করা হবে।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসন পেলেও নির্বাচিতদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। তার আসন শূন্য ঘোষণা করে ভোটের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।