১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

গাইবান্ধায় নৌকাডুবিতে নারী-শিশুসহ নিহত ৫

অনলাইন

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের একজন রোকেয়া বেগম। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অপর ৪ জনের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

গাইবান্ধার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বখতিয়ার উদ্দিন জানান সকালে গিদরী ইউনিয়নের কাউন্সিলের বাজার ধুতিচোরা গ্রামে থেকে ৬০ থকে ৭০ জনের একদল শ্রমিক ভুট্টার জমিতে কাজ করার জন্য নৌকা যোগে ব্রক্ষ্রপুত্র নদীর বিভিন্ন চরের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে হঠাৎ করে ডুবে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, ২০ থেকে ২৫ জন ধারন ক্ষমতার জায়গায় অতিরিক্ত যাত্রী ওঠানোয় নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

প্রকাশ :মে ৭, ২০১৯ ২:৫২ অপরাহ্ণ