১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

নাইজারে জ্বালানীবোঝাই ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৮

বিদেশ ডেস্ক

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে একটি জ্বালানীবোঝাই ট্র্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছে।
এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়।

এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় রোববার রাতের এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রোববার মধ্যরাতের একটু আগে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়।

এ সময় কারও হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
নাইজারের প্রতিবেশী এবং আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানী ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এরকম এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিল।

প্রকাশ :মে ৭, ২০১৯ ৯:৪৪ পূর্বাহ্ণ