১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রানা বাহিনীর প্রধানসহ নিহত ৩

  বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রানা বাহিনীর প্রধানসহ তিন সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনে র‌্যাব সদস্যদের টহল দেয়ার সময় দুপক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনদস্যু রানা বাহিনীপ্রধান পান্না ওরফে রানা (২৮), কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া বনদস্যুদের ছোড়া গুলিতে র‌্যারেব দুই সদস্যও আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সোমবার সকালে সুন্দরবনের ওই এলাকায় র‌্যাবের একটি দল টহলে গেলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে বনে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ওই বনদস্যুদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।

এ সময় র‌্যাবের দুই সদস্য আসিফ ইকবাল (৩০) ও আব্রাহাম লিংকন (৩২) আহত হয়েছেন।

নিহত বনদস্যুদের লাশ ও তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলি মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

মোংলা থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল যুগান্তরকে জানান, এ ঘটনায় মোংলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশ :মে ৬, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ