নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আহ্বায়ক এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

