নিজস্ব প্রতিবেদক
আদালতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর এ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার বিকাল তিনটায় বসুন্ধরার এ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মোমিনুর রহমান সুজন।হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্তাবধায়নে তার চিকিসা চলছে।
সুজন বলেন, শনিবার থেকে স্যার বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। রোববার স্যারের একটি মামলা ছিলো হাইকোর্টে।আদালতে প্রবেশ করে অসুস্থতার মধ্যে তিনি পড়ে যান। দ্রুতই তাকে এ্যাপেলো হাসপাতালে নিয়ে এনে ভর্তি করা হয়েছে। স্যার এখন সিসিইউতে আছেন। দেশবাসী কাছে মওদুদ আহমদের আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

