১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ৬টি হাওর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জেলার ৬টি বৃহত্তম হাওরের বোরো ফসল। রোববার ভোর রাত থেকে বাঁধ ভেঙে একে একে পানির নিচে তলিয়ে যেতে থাকে এসব হাওরের বোরো ফসল।

হাওরগুলো হচ্ছে- জেলার জামালগঞ্জ উপজেলার বৃহত্তম হালির হাওর, শনির হাওর, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বৃহত্তম করচার হাওর, ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও ঘুরমার হাওর।জামালগঞ্জ উপজেলার ইউপি সদস্য হাবিবুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, রোববার ভোর রাতে উপজেলার শনির হাওরের নেতাইপুরের স্লুইস গেট ও লালুগলা বাঁধ ভেঙে শনির হাওর এবং বেহেলির বাঁধ ভেঙে হালির হাওরের ফসল ডুবছে।

বিশ্বম্ভরপুর উপজেলার রায়পুরের বাঁধ ভেঙে করচার হাওর ডুবছে। একইভাবে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও ধর্মপাশা উপজেলার সোনামড়ল ও ঘুরমার হাওরের বোরো ফসল ডুবে যাচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পওর-১, আবু বকর সিদ্দক ভুইয়া বিষয়টি নিশ্চত করে জানান, ৬টি হাওরের ফসলরক্ষা বাঁধ উপচে পানি হাওরে ঢুকছে।

প্রকাশ :মে ৫, ২০১৯ ১:৫৮ অপরাহ্ণ