১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

৩ দিন পর সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

দেশজনতা অনলাইন : ঘূর্ণিঝড় ফণীর কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে সারাদেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। সকাল ৬টার পর থেকে সারাদেশে নৌ চলাচল আগের মতো শুরু হয়েছে বলে বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে।

বিআইডাব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, রোববার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়।

এর আগে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশ উপকূলের ৯১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তর সতর্কতার মাত্রা বাড়িয়ে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করলে বৃহস্পতিবার বেলা সাড় ১১টা থেকে অভ্যন্তরীণ নৌপথেও চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।

ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর অনেকটা দুর্বল হয়ে গতকাল শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে বাংলাদেশে আঘাত হানে ফণী।

কয়েক ঘণ্টার মধ্যে তা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এর পর বিপদ সংকেত ৭ নম্বর থেকে নামিয়ে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর। তার পরই রোববার সকাল থেকে সব ‍রুটে নৌ চলাচল শুরু হলো।

এ সিদ্ধান্তের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৬৩ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ এবং ৩৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে।

দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী পরিবর্তন ডটকমকে জানান, ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের সব নৌবন্দরে সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর রোববার সকাল ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

প্রকাশ :মে ৫, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ