২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৮

হামলার আগে ভারতে প্রশিক্ষণ নিয়েছিল জঙ্গিরা: শ্রীলঙ্কান সেনাপ্রধান

বিদেশ ডেস্ক

শ্রীলঙ্কায় হামলাকারী জঙ্গিরা বিস্ফোরণ ঘটানোর আগে ভারতের কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালায় গিয়েছিল। সম্ভবত প্রশিক্ষণ নেয়াই ছিল এ সফরের উদ্দেশ্য। বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল মহেশ সেনানায়ক।
গত ২১ এপ্রিল ইস্টার সানডে’র সকালে ভয়াবহ আত্মঘাতী হামলায় যুক্ত ছিল অন্তত ন’জন আত্মঘাতী জঙ্গি। এতে অন্তত ২৫৩ জনের মৃত্যু হয়। ভারতের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্বেও শ্রীলঙ্কা তাদের নিরাপত্তা বাড়ায়নি।

তবে শ্রীলঙ্কার সেনাপ্রধান জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছিল, তবে হামলা হয়েছে অন্যদিকে।

প্রকাশ :মে ৫, ২০১৯ ৯:৫৬ পূর্বাহ্ণ