১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

রাজবাড়ী প্রতিবিদক : রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ীর আলাদীপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে আলাদীপুর এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত এবং ১৭ জন আহত হয়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশ :মে ৪, ২০১৯ ১২:৩৫ অপরাহ্ণ