বিদেশ ডেস্ক
ভারতের ওড়িশায় ভয়াবহ তাণ্ডব শুরু করেছে মহাশক্তিধর ঘূর্নিঝড় ফণী। এখন পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ নেই পুরীর জগন্নাথ মন্দিরেও। একইসঙ্গে স্থানীয় ঘরবাড়ি ধ্বংসের খবরও পাওয়া যাচ্ছে। ঝড় চলতে থাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা।
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর পুরীর বেশিরভাগ এলাকা কিছুক্ষণ পানিতে ডুবে ছিল। সেখানে গত রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হায়দ্রাবাদ আইএমডি জানিয়েছে সকালে পুরীতে বাতাসের গতি ছিল ২৪০ থেকে ২৪৫ কিলোমিটার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

